আদালত টিভির নিয়মিত আয়োজন ‘আপনার উকিল’ অনুষ্ঠানে আজকের অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী শায়লা জাহান। কথা বলেছেন দেনমোহর বা মোহরানা সম্পর্কিত এমন কিছু সাধারণ তথ্যাবলী নিয়ে যা সকলের জানা প্রয়োজন। আলোচনার এক পর্যায়ে তালাক বাণিজ্য প্রতিরোধে দেনমোহর নির্ধারণে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন উচ্চ আদালতের এই আইনজীবী।
আলোচনায় দেনমোহর বা মোহরানা কি? ভরণ-পোষণ এবং মোহরানার মধ্যে পার্থক্য কি? মোহরানা এড়ানোর সুযোগ আছে কি? মোহরানা আদায়ের পদ্ধতি কি? মোহরানা নির্ধারণে কেন সতর্ক হতে হবে? মোহরানা আদায়ে কত দিনের মধ্যে মামলা করতে হয়? তালাকের পর ভরণ-পোষণ চাওয়া যাবে কিনা? এবং মোহরানা নির্ধারণে সতর্ক থাকা জরুরী মনে করেন কি? এমন সব সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বিস্তারিত ভিডিওতে –